ঝড়েপড়াদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

জাতীয় শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে শিক্ষিত জাতির বিকল্প নেই, স্কুল বহির্ভূত, ঝরেপড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতেই বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এত আয়োজন। আপন উদ্যোগ ফাউন্ডেশন, লালমাটিয়া, ঢাকায় অনুষ্ঠিত- ঢাকা, সিলেট ও গাইবান্ধা জেলায় একযোগে পরিচালিত শিক্ষক ও প্রোগ্রাম সুপারভাইজারদের মৌলিক প্রশিক্ষণ উদ্ভোধনী অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান। সবার জন্য শিক্ষা নয়, সবার জন্য মানসম্মত শিক্ষা চাই, বই এর পড়া লেখার পাশাপাশি প্রতিদিন ১টি বাংলা ও ইংরেজী শব্দ শিক্ষার্থীদের শিখাতে হবে। এছাড়াও মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, মহাদেশ, উপমহাদেশ, বাংলাদেশের থানা জেলা ও বিভাগ সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা দিতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় পর্যায়ের সুনাম ধন্য বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) তার সহযোগী সংগঠন এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওর্য়াক (এডিএস) ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে সাথে নিয়ে সেকেন্ড চান্স এডুকেশন (পাইলট) কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় এবিএএল মডেল এ্যাপ্রোচে ঢাকা, সিলেট ও গাইবান্ধা জেলায় ১ হাজার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছে। মূলত ৮-১৪ বছর বয়সী স্কুল বর্হিভূত ঝড়েপড়া শিশুদের বিষয়ভিত্তিক যোগ্যতানুযায়ী সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত শিক্ষাক্রমকে ভিত্তি করে প্রাথমিক শিক্ষার মূল স্রোতধারায় একত্রীকরণ করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য; উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সমূহে গুনগতমানের পাঠদান নিশ্চিতকরণ ও দক্ষ কারিগর গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। মোট ১৩টি ব্যাচের মাধ্যমে পর্যায়ক্রমে ১হাজার শিক্ষক ও ৯৬ জন প্রোগ্রাম সুপারভাইজার প্রশিক্ষিত হবে। প্রতিটি প্রশিক্ষণ ব্যাচের সময়কাল ৮দিন। সর্বশেষ ১৩ তম ব্যাচটি ২৮ মার্চ ২০২০ তারিখে শেষ হবে। প্রশিক্ষণ উদ্ভোধনের পূর্বে দিনের কর্মসূচিতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পরিকল্পনা অনুযায়ি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক ডেমরা ও মতিঝিল শিক্ষা থানার আওতাধীন ৬টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের রিডিং পড়ার দক্ষতা ও লেখা যাচাই করেন।
জেসিএফ, সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির প্রোগ্রাম হেড মুহাম্মদ ফিরোজ রহমান এর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপপরিচালক মোহাম্মদ রুকনুদ্দিন সরকার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সেকেন্ড চান্স এডুকেশন ইউনিটের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর জগলুল হায়দার, ঢাকা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মহা: সাহারুজ্জামান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ও এসএ কোঅর্ডিনেটর ড. মো. আবদুস সালাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান, এডিএস এর র্নিবাহী পরিচালক মোহাম্মদ খলিলুজ্জামান শিহাব। আপন উদ্যোগ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মির্জা আব্দুল হালিমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে জেসিএফ ও এডিএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *