নাজমুল হাসান : নরাজধানীর মিরপুর রুপনগর এলাকায় তিতাস গ্যাসের অভিযানে ২টি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর জ্বালানি ও খনিজ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজস্ট্রেট মিলটন রায় এর নেতৃত্বে রুপনগর এলাকার রোড নং ৫, মিরপুর এলাকায় মোবাইল কোট পরিচালিনা করে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাসের মেঢাবিবি-৬ এর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।এ সময় তিতাস গ্যাসের মেঢাবিবি-৬ এর ডিজিএম প্রকৌশলী নাসিমুল ইসলাম,ইএসএস শাখার ম্যানেজার প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনা হবে এমন খবর পেয়ে ওয়াশিং কারখানাদুটির গেট তালাবদ্ধ করে রেখে ভেতরে কর্মচারীরা অবস্থান নেন,পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এই অভিযান সফল করা হয়।
এর আগেও তিতাস গ্যাসের কর্মচারীরা এসব কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে তালাবদ্ধ করে ভেতরে থাকায় তারা অভিযান সফল করতে পারেনি।
তিতাস গ্যাসের কর্মকর্তারা বলেন, এসব অভিযানে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন, কারণ দেশের সম্পদ রক্ষায় সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে তাহলে এ কাজটি আরো সহজ হবে। তাহলে বৈধ গ্রাহকরা নিরবিচ্ছিন্ন গ্যাসের সুবিধা পাবে।
পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গ্যাস কোম্পানির অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়ে আসার ফলেই এই কাজটি সহজসাধ্য হয়েছে।
এতে দ্বীপ ওয়াশিং কারখানার ১ টি অবৈধ বাইপাস লাইন মাটি খুড়ে কিলিং করা হয়েছে। কারখানাটিতে ড্রায়ার ৩০০ ঘ.ফু. করে ০৭ টি ও ৩০০ কেজির ১ টি বয়লার জব্দ করা হয়। এছাড়াও আল আকসা ওয়াশিং কারখানার ২ টি অবৈধ বাইপাস লাইন ৩ টি জায়গায় মাটি খুড়ে বের করে কিলিং করা হয়েছে। কারখানায় ৩০০ কেজি বয়লার ১ টি ও ৩০০ ঘনফুট করে ৫ টি ড্রায়ার পাওয়া যায় । উক্ত অভিযানে ১০০ ফিট জিআইপাইপ, ১০০ ফিট হোস পাইপ, ১ টি আবাসিক রেগুলেটর ও ১ টি বোস্টার জব্দ করা হয়েছে। তিতাস গ্যাসের এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে।