কাজি সোহান (বরিশাল) : বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড সরদার পাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NPS বরিশাল বিভাগের সভাপতিমণ্ডলী, সিনিয়র নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী ও সমাজসেবকরা।
এ সময় NPS বরিশাল বিভাগের সভাপতি মো. আবু হানিফ বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
জেলা সভাপতি মো. মিজানুর রহমান সরদার বলেন, “গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা সবার দায়িত্ব।”
সদর উপজেলার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “শীতবস্ত্র বিতরণ কোনো করুণা নয়, এটি নৈতিক দায়িত্ব এই কার্যক্রম চলমান থাকবে।