মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহম্মদ বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
উদ্বোধনী খেলায় ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর একাদশ বনাম ৫নং অর্জুনতলা ইউনিয়নের অর্জুনতলা একাদশের মাঝে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অর্জুনতলা একাদশ জয় লাভ করে।