রাজধানীর মহাখালীতে অনুষ্ঠানস্থলের বাইরে আশেপাশের এলাকায় মাইক লাগানোয় ক্ষোভ !

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

সোহেল রানাা  :  ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর মহাখালীতে ওয়াজ মাহফিল হলে অনুষ্ঠানস্থলের বাইরেও মাইক আশেপাশের এলাকা গুলোর অলিগলিতে লাগানো হয়। যা কোনোভাবেই এলাকাবাসী কামনা করেন না। এ নিয়ে এলাকাবাসীর চরম ক্ষোভ রয়েছে।
প্রকৃতপক্ষে যেকোনো ধরনের রাজনৈতিক সভা, বিনোদন-সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্যিক প্রচারণা ও ধর্মীয় ওয়াজ-আলোচনার শব্দ মূল অনুষ্ঠানস্থলে সীমাবদ্ধ রাখাই যৌক্তিক। অনুষ্ঠানস্থলের বাইরে মাইক লাগিয়ে অন্যদের শুনতে বাধ্য করা অন্যায়, অনৈতিক ও অযৌক্তিক। কারণ এতে আপামর জনগণ কষ্ট পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
সভাস্থলে প্রয়োজনীয় মাইক ব্যবহার কাম্য। অপ্রয়োজনীয় মাইক ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। প্যান্ডেলের বাইরে মাইক ব্যবহার কোনোভাবেই উচিত নয়। কারণ মাইক ব্যবহারের কারণে অন্য ধর্মের অনুসারী, ঘুমন্ত মানুষ, শিশু, অসুস্থ লোক এবং বিশেষ করে বিভিন্ন পরীক্ষার্থীদের অসুবিধা হয়। এমনকি মাহফিলের আশপাশের মানুষের জরুরি প্রয়োজনে মোবাইলে কথাবার্তা বলাও কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। কারও ক্ষতি করে, কাউকে কষ্ট দিয়ে এভাবে ইসলাম প্রচার কোনোভাবেই ইসলামে অনুমোদিত নয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বনানীর কড়াইল এলাকায় মাহফিল হচ্ছে। উক্ত মাহফিলের মাইক আশেপাশের এলাকা জুড়ে বৈদ্যুতিক খুঁটি গুলোর মধ্যে লাগানো হয়েছে। দুপুরের পর থেকে সেই মাইকে গজল শোনা যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকার অনেকেই প্রশ্ন তোলেন এভাবে মাইক লাগানোর অনুমোদন দেয় কারা? তারা এই সাহস পায় কিভাবে? এলাকায় মুসলিম অমুসলিম নানান ধরনের মানুষ বসবাস করে। এছাড়া শিশু অসুস্থ রোগীর এতে সমস্যা হয়। যারা ওয়াজ শুনবে তারা অনুষ্ঠানস্থলে গিয়ে শুনবে।
এলাকাবাসী মনে করেন ‘এভাবে মানুষকে জোর করে মাহফিল শোনানো বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। আসলে তাদের উদ্দেশ্য ইসলাম প্রচার নয়, আসল উদ্দেশ্য তারা মাহফিল আয়োজন করেছে সবাইকে জানানো। এসব বন্ধ করা উচিৎ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *