রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী দেশি-বিদেশি প্রায় ১০০ প্রতিষ্ঠানের পণ্য একসাথে পাচ্ছেন দর্শনার্থীরা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ বৈদ্যুতিক যাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে অষ্টমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। আজ সকালে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশব্দ প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আইসিসিবির সম্পূর্ণ নতুন সংযোজন এক্সপো ভিলেজ-এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ এেইচবিআরসি)-এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীটির আয়োজক সংস্থা এএসকে ট্রেড এর পরিচালক নন্দগোপাল কে, ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এএসকে ট্রেন্ড ও ফিউচারেক্স ইভেন্টের আয়োজিত “বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো ২০২৫” প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসিবির এক্সপো ভিলেজ’ উদ্বোধন করা হলো। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এই এক্সপো-টেস্টটিতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে যেখানে একই ছাদের নিচে ১০ হাজারেরও বেশী লোক একত্রে সমাগম হয়ে প্রদর্শনী উপভোগ করতে পারছেন। এএসকে ট্রেড বিগত আট বছর ধরে নির্মাণ অবকাঠামো ও সংশ্লিষ্ট শিল্পের নানা উপকরণ ও নির্মাণখাতে ব্যবহৃত বৈশ্বিক প্রযুক্তি নিয়ে প্রদর্শনীর আয়োজন করে আসছে।

সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ বিল্ডকন এক্সপো ২০২৫, বাংলাদেশ টেড এক্সপো ২০২৫ এবং তৃতীয় আন্তর্জাতিক ইলেক্ট্রিক্যাল ট্রেড শো ‘বাংলাদেশ এল্পপ্রোটেক এক্সপো ২০২৫’- তিনটি পৃথক প্রদর্শনীর আওতায় দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে হাজারেরও বেশী পণ্য প্রদর্শন করছেন। দর্শনার্থীরা তাই সংশ্লিষ্ট খাতের নানা ধরনের সর্বাধুনিক ও বিশ্বমানের পণ্য এক ছাদের নিচে দেখার, তুলনা করার এবং পছন্দ করার অভিজ্ঞতা পাচ্ছেন।

বিল্ডিং এবং কনস্ট্রাকশন খাতে টেক্সই উন্নয়নের জন্য প্রতিনিয়ত গবেষণা প্রয়োজন উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আবু সাদেক বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পণ্যের গুণগত মান উন্নত করার কোনো বিকল্প নেই এ ধরনের প্রদর্শনীগুলো গবেষণার জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পণ্যের গুণগত মান উন্নয়নে সহায়তা করে। সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের পলোর সাথে নিজেদের পণ্য তুলনা করার সুযোগ তৈরী করে দেয়।”

বিশেষ অতিথির বক্তব্যে এম এম জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে শিল্প বিকাশের জন্য বিদেশী বিনিয়োগ প্রয়োজন। একই ছাদের নিচে চীন থেকে শুরু করে বিশ্বের সব বড় এক্সপোর্ট প্রতিষ্ঠানগুলোর একত্রে হওয়াটা এই বিনিয়োগের রাস্তাকে আরও সুসম করবে। আইসিসিবির এক্সপো ভিলেজ তাই দেশের স্বার্থে দেশের মঙ্গলের স্বার্থে কাজ করারই এক অভিনব উদ্যোগ।’

আয়োজক সংস্থা থেকে টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘প্রদর্শনীটির মাধ্যমে দর্শনার্থীরা সহজেই বিশ্বমানের পণ্যগুলো এক ছাদের নিচে দেখে বেছে নিতে পারছেন। সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের এক দারুণ সুযোগ হিসেবেও কাজ করছে আমাদের এ আয়োজনটি।

প্রদর্শনীতে নির্মাণ অবকাঠামো, কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার অটো ক্লেভ, অ্যাব্রেসিভ টুলস্, ফ্ল্যাপ ডিস্ক, এফআরপি ম্যানহোল কভার ইত্যাদি সহ বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি যেমন ফাইবার লেজার মার্কিং ও কাটিং মেশিন, সিএনসি রাউটার, এমব্রয়ডারি মেশিন সহ সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কৌশল ও সুবিধাদিও বর্ণনা করা হবে।

অষ্টম বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *