তোফায়েল আহমদ : প্রায় ১০-১৫ বছর আগে ডিভাইডার নির্মাণ করা হলেও সড়ক ও জনপথ বিভাগের অবহেলা ও খামখেয়ালী মনোভাবের কারনে সিলেট টু বিয়ানীবাজার সড়ক সহ সিলেটের বিভিন্ন সড়কে ডিভাইডার দেওয়ার পর ও ডিভাইডারের জায়গায় রিফলেক্টিভ সাইন ব্যবহার না করার কারনে সড়কে ঘনঘন দূর্ঘটনার শিকার হতে হচ্ছে চালক ও জনসাধারণকে।
বিয়ানীবাজার এলাকা প্রবাসী অধ্যুষিত হওয়ায় প্রাইভেট গাড়ীর সংখ্যা বেশী। তাই প্রায় সময়ই রাতের বেলা ও দিনের বেলায় ও মোটরকার ও মোটর সাইকেল, নোহা, সহ বিভিন্ন গাড়ি দূর্ঘটনার শিকার হওয়ায় স্থানীয় এলাকাবাসীর ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলেছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক ও কর্তৃপক্ষের বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও তাদের যেন এগুলো কোন দায়িত্বের মধ্যে পড়ে না। সিলেটের বিভিন্ন রাস্তায় এমন ডিভাইডার দেওয়ার পাশাপাশি রিফলেক্টিভ সাইন কবে দেখতে পাবো এবং রিফলেক্টিভ সাইনের কারনে যত দূর্ঘটনা ঘটতেছে এসকল দূর্ঘটনার দায়ভার কার?