প্রশাসনের সর্বত্র সাবেক আওয়ামীলীগের প্রেতাত্মা : ২০১৮ সালের বহুল আলোচিত রাতের ভোটের কুশীলব  ডিসিরা এখনো প্রশাসনের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পরও  আওয়ামী লীগ আমলের বহুল আলোচিত রাতের ভোটের (২০১৮ সাল) সহায়তাকারী রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকদের (ডিসি) বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তারা এখনো প্রশাসনের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন। স্বৈরাচারের অপমানজনক বিদায়ের পর কিছু সময় তারা আতঙ্কিত থাকলেও বর্তমানে তারা ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন।


বিজ্ঞাপন

প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, রাতে ভোট সম্পন্ন করা ডিসিরা দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করেছেন। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদীদের সর্বাত্মক সহায়তা করেছেন। স্বৈরাচারের ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে জড়িত।
এত কিছুর পরও প্রশাসনে তাদের সুদৃঢ় অবস্থান নিয়ে স্বৈরাচারের রোষানলে পড়া বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে। দুর্নীতিবাজদের ক্ষমতা টিকিয়ে রাখার বিনিময়ে তারা পদোন্নতি এবং প্রাইজ-পোস্টিং পেয়েছেন। হয়েছেন আর্থিকভাবে লাভবান। এছাড়া বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও তাদের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহী অপরাধ করেছে। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সময়ের দাবি।


বিজ্ঞাপন

একই দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সাবেক নেতারা। তারা বলছেন, সেই ডিসিদের বিরুদ্ধে উদাহরণ দেওয়ার মতো শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে দিনের ভোট আগের রাতে সম্পন্ন করা ডিসিদের জিজ্ঞাসাবাদ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরাা জানিয়েছে, তারা আর কোনো পদোন্নতি পাবে না। বিশেষ করে বর্তমান সরকারের সময় তাদের পদোন্নতি দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস সাত্তার  গণমাধ্যম কে  বলেন, স্বৈরাচারের ক্ষমতা প্রলম্বিত করতে সহায়তাকারী ডিসিরা দেশদ্রোহী অপরাধ করেছে। তাদের প্রশাসন থেকে অপসারণ ও গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. আনোয়ার উল্যাহ  গণমাধ্যম কে  বলেন, দিনের ভোট রাতে করা ডিসিরা সাংবিধানিক দায়িত্ব পালন না করে উলটো স্বৈরাচারকে সহায়তা করেছে। তারা দেশের সর্বোচ্চ আইন লঙ্ঘন করেছে। তাদের বিচার করতে হবে। উদাহরণ দেওয়ার মতো শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করতে সাহস দেখাবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনের ভোট আগের রাতে করা চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ে, দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিনকে ওএসডি, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে অতিরিক্ত সচিব হিসাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিনকে যুগ্মসচিব হিসাবে পরিকল্পনা বিভাগে, গাইবান্ধার ডিসি মো. আবদুল মতিনকে পরিচালক হিসাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে, জয়পুরহাটের ডিসি জাকির হোসেনকে বাংলাদশ কুটির শিল্প করপোরেশনে।

বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদকে অতিরিক্ত সচিব হিসাবে বিদ্যুৎ বিভাগে, সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, মেহেরপুরের ডিসি মো. আতাউল গনিকে পরিচালক হিসাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাসকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে, যশোরের ডিসি মো. আব্দুল আওয়ালকে মিনিস্টার (লেবার) পদে আবু ধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে, মাগুরার ডিসি মো. আলী আকবরকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, নড়াইলের ডিসি আনজুমান আরাকে ওএসডি, বাগেরহাটের ডিসি তপন কুমার বিশ্বাসকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি এসএম মোস্তফা কামালকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে, বরগুনার ডিসি কবীর মাহমুদকে পরিচালক হিসাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে

,ঢাকার ডিসি আবু ছালেহ মো. ফেরদৌস খানকে পরিকল্পনা বিভাগে, জামালপুরের ডিসি আহমেদ কবীরকে ওএসডি, ময়মনসিংহের ডিসি ড. সুভাস চন্দ্র বিশ্বাসকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, নেত্রকোনার ডিসি মঈনউল ইসলামকে কৃষি উন্নয়ন করপোরেশনে, গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরকে নির্বাহী সদস্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে, নারায়ণগঞ্জের ডিসি রাব্বী মিয়াকে ওএসডি, রাজবাড়ীর ডিসি মো. শওকত আলীকে মহাপরিচালক হিসাবে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক), গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে অতিরিক্ত সচিব হিসাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে।

শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহেরকে যুগ্মসচিব হিসাবে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে, মৌলভীবাজারের ডিসি মো. তোফায়েল ইসলামকে নিবন্ধক হিসাবে বাংলাদেশ কপিরাইট অফিস, হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ব্রাক্ষণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খানকে পরিচালক হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, ফেনীর ডিসি মো. ওয়াহেদুজ্জামানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নোয়াখালীর ডিসি তন্ময় দাসকে ওএসডি, খাগড়াছড়ির ডিসি মো. শহিদুল ইসলামকে নির্বাহী পরিচালক হিসাবে জাতীয় সমাজকল্যাণ পরিষদে, রাঙামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ে এবং বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদ ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেন পরিকল্পনা কমিশনে, সাতক্ষীরার ডিসি এস এম মোস্তফা কামাল নৌপরিবহণ মন্ত্রণালয়ে, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ে, নাটোরের সাবেক ডিসি শাহরিয়াজ ওএসডি, শরিয়তপুরের ডিসি কাজী আবু তাহের নৌপরিবহণ মন্ত্রণালয়ে, চাঁপাইনবাগঞ্জের ডিসি এ জেড এম নূরুল হক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত।

রাজশাহীর ডিসি এস এম আব্দুল কাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, পাবনার ডিসি মো. জসিম উদ্দিন ওএসডি, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথকে ওএসডি, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে ঢাকা উত্তর সিটি করপোরেশনে, বরিশালের ডিসি এস এম অজিয়র রহমানকে পানি উন্নয়ন বোর্ডে, ঝালকাঠির ডিসি মো. হামিদুল হককে তথ্য ব্যবস্থাপনা ও পরিসংখ্যান বিভাগে, পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, শেরপুরের ডিসি আনার কলি মাহবুবকে মন্ত্রিপরিষদ বিভাগে, কিশোরগঞ্জের ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে কিশোরগঞ্জ-মিঠামইন উড়াল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি)।

মানিকগঞ্জের ডিসি এস এম ফেরসৌদকে ওএসডি, মুন্সীগঞ্জের ডিসি বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের সহধর্মিণী সায়লা ফারজানাকে ওএসডি, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সদস্য হিসাবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে, ফরিদপুরের ডিসি উম্মে সালমা তানজিয়াকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য, মাদারীপুরের ডিসি মো. ওয়াহেদুল ইসলামকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদকে রাজউকে, সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে, কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেনকে পরিকল্পনা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ট্টগ্রামের ডিসি ইলিয়াস হোসেন ওএসডি, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে পরিচালক বিডা, কুমিল্লার ডিসি আবুল ফজল মীরকে পরিচালক হিসাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাগেরহাটের ডিসি তপন কুমার বিশ্বাসকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মো. মিজানুর রহমানকে কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুরের ডিসি এনামুল হাবীবকে অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্যসেবা বিভাগে, টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলামকে ওএসডি, ঠাকুরগাঁওয়ের ডিসি ড. কে এম কামরুজ্জামানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এবং পঞ্চগড়ের ডিসি সাবিনা ইয়াসমিকে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *