দুনিয়ায় আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবেন, পরকালে আল্লাহ তত বেশি হাসাবেন——— ছারছীনার পীর

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- ক্ষণস্থায়ী এ জীবনে মহান আল্লাহ তায়ালা মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন। সফলদের জন্য রয়েছে অনন্তকাল শান্তি তথা জান্নাত। আর অসফলদের জন্য শাস্তি তথা জাহান্নাম। তাই সর্বদা মহান আল্লাহ তায়ালাকে স্মরণ করতে হবে এবং পরকালে দুনিয়ার প্রতিটি বিষয়ের হিসাবের জন্য অন্তরে ভয় থাকতে হবে। কারণ, সবাইকে মহরন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এর থেকে কেউ রক্ষা পাবে না। এজন্য মহান আল্লাহ তায়ালা দুনিয়ায় কম হাসা এবং বেশি বেশি কান্না করার কথা বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও বিভিন্ন হাদিসে অন্তরে মহান আল্লাহর ভয় রেখে কান্না করার কথা বলেছেন। যে ব্যক্তি পরকালে মহান আল্লাহর সামনে জবাবদিহি এবং কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার ভয়ে কান্না করবে তার জন্য রয়েছে পুরস্কার। তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এমনকিন সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলেও হাদিসে রাসূলুল্লাহ (সাঃ) ঘোষণা দিয়েছেন। তাই আমরা দুনিয়ায় বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদবো, পরকালেও হাসতে পারবো ইনশাআল্লাহ।

গতকাল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন এলাহীপুরস্থ সানন্দা দীনিয়া মাদ্রাসা ময়দানে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।


বিজ্ঞাপন

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *