পটুয়াখালীর কলাপাড়ায় হত দরিদ্র ২০ জন নারীকে ছাগল বিতরন

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন মানবিক খবর সংগঠন সংবাদ সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :  কলাপাড়ায় গ্রামীন হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ২০ জন নারীকে এ সহায়তা দেয়া হয়।


বিজ্ঞাপন

মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের সহায়তায় হত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য এ মহতী আয়োজন করা হয়। কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির


বিজ্ঞাপন

যুগ্ন সাধারন সম্পাদক মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি।


বিজ্ঞাপন

এসকে রঞ্জন, সহ-সভাপতি ওমর ফারুক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাসেল তালুকদার, শিক্ষক তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক।

উল্লেখ্য ২০২১ সাল থেকে মানব প্রেমী রফিক বয়াতীর নিজস্ব উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে এসব ছাগল বিতরন করে আসছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *