পটুয়াখালীর কলাপাড়ায়  নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত

গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ শিক্ষাঙ্গন সারাদেশ

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতি(বাশিস)’র সভাপতি মুসলিমাবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুচ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, বাশিস’র সিনিয়র সহ-সভাপতি হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আল ইমরান হারুন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, পায়রা বন্দর কতৃপক্ষের প্রোকৌশলী সেখুল আরেফিন, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক কমলেন্দু হাওলাদার, সাবেক সহ-সভাপতি আশ্রাব আলী হাওলাদারের, সাবেক সদস্য আবদুস সাত্তার, আবু জাফর তালুকদার, আমারা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন’র সভাপতি মো.নজরুল ইসলাম, মো.মনির হাওলাদার, আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়বুর রহমান, কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবক, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন

শুরুতে মশাল প্রজ্জলন এবং মার্স পিটি এবং বিভিন্ন শারীরিক কসরতের নেতৃত্ব দেন বিদ্যালয়ের স্কাউট দলের শিক্ষার্থীরা।পরে মাঠের ক্রীড়া এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে মাতিয়ে রাখা হয় হাজারো দর্শককে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *