কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি  : কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক পাচারকারী প্রাইভেট কারের চাপায় বাসকাউন্টার মাস্টার গোপাল দাস (৫৫) গুরুতর আহত হয়েছে। ০৬ই মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গোপাল দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত গোপাল দাসকে দ্রæত ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন

জানা যায়, বাস কাউন্টার মাস্টার নাইট কোচের জন্য রাস্তার পাশে অপেক্ষা করার সময় কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩১-০১৩৯) তাকে পিছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে প্রাইভেট কারকে ধাওয়া করে ৩ কি.মি. দূরে আচমিতা বাজার এলাকায় প্রাইভেট কারকে আটক করে পুলিশে খবর দেয়।


বিজ্ঞাপন

পুলিশ তার গাড়ি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাড়িট জব্দ ও গাড়ির চালক রায়হানকে (৩০) আটক করে। এ সময় মাদকপাচারের অপর সহযোগি সাকিল পালিয়ে যায়। আটককৃত রায়হান ভৈরর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন

কটিয়াদী মাডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়িসহ চালক রায়হানকে আটক এবং গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাকিল নামে অপর সহযোগি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ ০৭ ই মার্চ শুক্রবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *