নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্তের চিকিৎসা দেয়ার জন্য ২৫০ ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। রোববার অনলাইনে সংবাদ সম্মেলেন তিনি এ কথা বলেন।
এসময় আরও ৩০০ ভেন্টিলেটর নিয়ে আসা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিছ পিপিইদেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেকই পিপিই দিচ্ছে।
তিনি বলেন, আগাম প্রস্তুতির জন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। আমরা চিকিৎসা এবং নার্সদের জন্য পর্যাপ্ত পিপিই সংগ্রহ করেছি। পিপিই সংকট নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের প্রস্তুতি ছিল না, একথা ঠিক না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার জানুয়ারি থেকেই প্রস্তুতি নিয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বিমানবন্দরে স্ক্যানিং জোরদার করা হয়েছে।
এসময় সর্দি বা কাশি হলেই সে করোনা আক্রান্ত এ কথা ঠিক নয় এবং চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।