নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে সোমবার পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের ভারপ্রাপ্ত উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি,উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল্লাহ প্রমুখ।
পরে মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শক করেন অতিথি বৃন্দ। মেলা চলবে আগামী ১৭ এপ্রিল বুধবার পর্যন্ত।