নিউইয়র্কে করোনায় ৭৮ বাংলাদেশীর মৃত্যু

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশীদের মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে। গেল ১৪ মার্চ থেকে দেশটিতে কমপক্ষে ৭৮ বাংলাদেশীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
এ তালিকায় যুক্ত হয়েছেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (৭৭)। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক করোনা আক্রান্ত হয়ে শনিবার (৪ এপ্রিল) নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে মারা গেছেন। বেশ কিছুদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।
এছাড়াও মৃতের তালিকায় রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাইফুল আজাদ, হাফেজ রুবেল, তাহমিনা ইসলাম খান, বাচ্চু মিয়া, মো. আজাদুর রহমান, তোফায়েল আহমদ, বাবুল মিয়া (ব্রুকলিন), মাওলানা ইসহাক মিয়া, বাবুল মিয়া (ওজন পার্ক) ও ব্রঙ্কসে বসবাসকারী ইসরাত জাহান উর্মির মা। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা যাওয়া স্বদেশীদের অধিকাংশই নিউইয়র্কের বাসিন্দা ছিলেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে মারা গেছেন তাহমিনা ইসলাম খান তমা (৩০)। জামালপুরের ইসলামপুর উপজেলা সদরের বাসিন্দা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে এসেছিলেন।
এদিকে করোনাভাইরাসের কারণে বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের সংগঠনগুলো। কনস্যুলেট অফিসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংগঠনগুলো হটলাইন খুলে ২৪ ঘণ্টা সাহায্য ও পরামর্শ দিতে এগিয়ে এসেছে।
মারা যাওয়া লোকজনকে সমাহিত করার জন্য মসজিদসহ নানা সংগঠন থেকে প্রয়োজনে সাহায্যের কথা জানানো হয়েছে। ম্যানহাটনের আসসাফা ইসলামিক সেন্টার, পার্চেষ্টার জামে মসজিদসহ বেশ কিছু প্রতিষ্ঠান প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে। স্বদেশীদের যেকোনো প্রয়োজনে কমিউনিটি নেতা ও সংবাদমাধ্যমের যেকোনো লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *