মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির ১৬ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে জেলায় সংঘর্ষ সংশ্লিষ্ট মামলার সংখ্যা দাঁড়াল ১৩টিতে।

সর্বশেষ মামলাটি দায়ের করা হয়েছে ২৯ জুলাই গোপালগঞ্জ সদর থানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এদিন সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি রুজু করেন। (মামলা নাম্বার ৩১ তারিখ ২৯ জুলাই ২০২৫ খ্রিঃ)।

মামলায় ৪৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে ১৩ টি মামলায় মোট আসামির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৩১ জনে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত এসব মামলায় ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানসংকটের কারণে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে আটক আসামিদের মধ্যে অনেককে পিরোজপুর, বাগেরহাট ও যশোর কারাগারে পাঠানো হয়েছে।

মোট ১৩টি মামলার মধ্যে ৫টি হত্যা মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনে এবং ৭টি সন্ত্রাস দমন আইনে দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে এই মামলা রুজু হয় ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জ জেলাজুড়ে গ্রেপ্তার আতঙ্কে চরম উৎকণ্ঠা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।