বাগেরহাটের শরণখোলায় মুদি মালের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড,২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজারে একাধিক কোম্পানির ডিলার মোঃ রমজান হাওলাদারের মুদি মনোহারী মালের গোডাউনে রাত অনুমান ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

এ ঘটনায় বিভিন্ন কোম্পানির সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়।গোডাউনে সিটি গ্রুপ অব কোং,ডেনিয়েল কোং,মোল্লা ফুড,শরিফ সল্ট,ইউনি সান কোং,এপেক্স ল্যাবরোটারিজ,সোলার স্যালাইন কোং,বাওমা কয়েল কোং,এর সকল মুদি মনোহারী মালামাল পুড়ে ছাঁইতে পরিনত হয়।


বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পরবর্তীতে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে কোম্পানির ডিলার,গোডাউনের মালিক মোঃ রমজান হাওলাদার বলেন আমার গোডাউন পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি আমার আত্মীয় স্বজনদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা ধার/দেনা করে বিগত চার বছর আগে এই ডিলার সিপ এর ব্যাবসা শুরু করি এখন আমার কপাল পুড়ে ছাঁই হয়ে গেছে।


বিজ্ঞাপন

আমি পথের ভিখারি হয়ে গেছি।সহায় সম্বল বলতে আমার আর কিছুই নাই।কি করে এই ধার দেনা শোধ করবো কি করে সংসার চালাবো এবং আমি যে কি করবো ভেবে পাচ্ছি না।

নলবুনিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার বলেন রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং ফায়ার সার্ভিস খবর দেই।তবে কি ভাবে আগুন লেগেছে তার কিছুই ধারণা করতে পারছি না।

আমরা বাজার কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং তার যে ক্ষতি হয়েছে কমিটির সকল সদস্যরা মিলে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) কে অবগত করা সহ সরেজমিনে আনার চেষ্টা করবো। তিনি আরও বলেন এই গোডাউনে ৭/৮ জন কর্মচারী কাজ করতো ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা এখন বেকার ।

অগ্নিকাণ্ডের ব্যাপারে বাজারের অন্যান্ন ব্যাবসায়ীরা বলেন গোডাউনের মালিক ধার দেনা করে বিগত চার বছর আগে এই ডিলার সিপ এর ব্যাবসা শুরু করেন।আগুন লেগে তার সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন আমরা কোম্পানির উর্ধতন কর্মকর্তা ও মালিক পক্ষের সাহায্য সহোযোগিতা কামনা করছি।

গোডাউনের মালিক মোঃ রমজান হাওলাদার আরও বলেন এখন কোম্পানির মালিক পক্ষ যদি আমাকে সাহায্য সহোযোগিতা করে তাহলে এই ব্যাবসা আবারও শুরু করতে পারবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *