মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : কৃষিতে রূপান্তর, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পুষ্টির মানোন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কৃষির স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” কর্মসূচি।

মঙ্গলবার (আজ) উপজেলা কৃষি অফিসের আয়োজনে শতাধিক কৃষকের অংশগ্রহণে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, কৃষিখাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন দেশের গ্রামীণ জনগণ। এসব উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জাকিয়া সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ,সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীন ও আল-আমিনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।
আলোচনা সভায় কৃষকদের পারিবারিকভাবে তরল জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা প্রসারে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।