সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে স্বপ্নের মেলা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি)  :  ঝালকাঠি ব্যাংকের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

জুন ‘২৫ ঝালকাঠি সদর উপজেলার ৪ টি ইউনিয়নের পৌরসভার অন্তর্ভূক্ত ৩ টি গ্রাম কৃষ্ণকাঠি, কিফাইত নগর, বিকনা, বাসন্ডা ইউনিয়নের ৩ টি গ্রামে ডোমঝুড়ি, চামটা, বাদলকাঠি, কেওড়া ইউনিয়নের নৈকাঠি, পিপলিতা, গাবখন ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর, চরভাটারকান্দা মোট ১০ টি গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচিরস্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মেলার আয়োজন সেশন পরিচালনা করেন অফিসার সেলপ হাসিনা আকতার । সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির স্বপ্নসারথি দলের কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সকল স্বপ্নসারথি তাদের স্বপ্নের মেলার আয়োজনে করে।


বিজ্ঞাপন

এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, পুলিশ, উকিল, শিক্ষক , পাইলট সহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যেমে উপস্থাপন করে।


বিজ্ঞাপন

মেলায় তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে দেখে তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে।

এ স্বপ্নের মেলা আয়োজন তাদের স্বপ্নকে আরো প্রসারিত ও বাস্তবায়নে সহযোগিতা করবে। জুন মাসে ঝালকাঠি সদর উপজেলায় ১০ টি গ্রামে স্বপ্নের মেলা বাস্তবায়ন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *