ঝালকাঠিতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি)  :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার বিকালে ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেন।


বিজ্ঞাপন

বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, সৈয়দ রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার মাহমুদ হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএনপি’র ১০ ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপি;র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এড. শাহাদাৎ হোসেন বলেন, স্বৈরাচার, পতিত সরকারে দোসররা বিএনপি’র সদস্য হতে পারবে না।

তিনি সদস্য নবায়ন প্রসঙ্গে বলেন, বিএনপি’র কোন সদস্য নবায়ন থেকে বাদ না পড়ে সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে।

নবায়ন করার জন্য পূর্বের সদস্য ফরম দেখানোর প্রয়োজনীয়তা নাই। দীর্ঘদিন বিএনপি’র সাথে ছিল তার প্রমান থাকলেই চলবে।

সভার সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, নতুন সদস্য সংগ্রহের জন্য ইউনিয়নের সুপার ফাইভ, ওয়ার্ড সভাপতি, সম্পাদক ও দুইজন মহিলা সদস্যের সমন্বয়ে একটি সাব কমিটি গঠন করে নিতে হবে। এছাড়াও সদর উপজেলা থেকে পর্যবেক্ষক কমিটি গঠন করে দেয়া হবে যাতে কাজের গতি বাড়ে।

তিনি সতর্ক করে বলেন, কোন অবস্থায় পতিত আওয়ামীলীগ ও স্বৈরাচার সরকারের দোসর যাতে সদস্য না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *