ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বিএনপির ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

গতকাল ৫ জুলাই রোজ শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন,“এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের পাশে ছিলাম, আছি থাকবো। আমার রাজনীতি মানুষের কল্যাণে, কোনো লোভ বা প্রতিদান আশা করে নয়।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি বিএনপি আজ যে ত্যাগ এবং সাহসিকতার প্রতিক তা আমি নিজ জীবনে ধারণ করি। এ অঞ্চলের প্রতিটি মানুষ জানে, আমি কখনো অন্যায়ের পাশে দাঁড়াইনি।”

সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর রাজনৈতিক জীবনের মূল প্রেরণা এসেছে আইনের মাধ্যমে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটাতে। “একজন আইনজীবী হিসেবে আমি জীবনের বহু গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছি সত্যের পক্ষে দাঁড়িয়ে, তাই সামনে জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। এবং ঠাকুরগাঁও-৩ আসনের জনগণ যদি নির্বাচিত করে তবে জনগণের অধিকারের পক্ষে জাতীয় সংসদে কথা বলতে।”

তিনি বলেন, “আমার জীবনে কোনো সময় দলীয় শৃঙ্খলার বাইরে যাইনি। নেতৃত্বের জন্য দরকার কর্ম, বিশ্বাসযোগ্যতা এবং জনগণের সঙ্গ, আলহামদুলিল্লাহ আমি তা পেরেছি।
তাই তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেন।