ছবিতে ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোঃ আলম ডাকুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হানিফ সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ।
বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে।
দলের মধ্যে উচ্ছৃঙ্খল আচরণ করলে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। আলোচনা শেষে নবগঠিত ইউনিয়ন কৃষক দলের কমিটির সকল পরিচিত হন।