রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে বিএনপির সদস্য ফরম বিতরন ও সদস্য নবায়ন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সদস্য ফরম বিতরন ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃতালুকদার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন,উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হক নান্টু অ্যাডঃমাহেব হোসেন প্রমূখ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ ছয়টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাখাওয়াত রাব্বি, সদস্য সচিব রফিক মৃধা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রফিকুল ইসলাম জামাল বলেন, শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে সর্তক থাকতে হবে।ছোট ঘটনা অথবা ঘটনাও নয় সেটা নিয়েও বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে।

ফ্যাসিবাদের দোসররা নানা জায়গা থেকেই কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন করতে না পারে, সেজন্য এই নবায়ন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ।
বক্তারা আরো বলেন গত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগ নেতারা।
শেখ হাসিনা ছাত্রজনাতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো পালায়নি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলেও জানান বক্তারা।