শরণখোলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ২৪ জুলাই দুপুর সাড়ে বারোটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।২০২৫ সালে আবার চালু করেছে সরকার। কিন্তু সারা বাংলাদেশ যে সকল কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুল রয়েছে তাদের এ বৃত্তি পরীক্ষার আওতায় রাখা হয়নি বলে ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা জানান। তাই এ বৃত্তি পরীক্ষার আওতায় আনার দাবিতে শরণখোলা উপজেলার চারটি কিন্ডারগার্টেনর শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন অংশগ্রহণ করে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে ভাসানী কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন বলেন, বৈষম্য দূর করার জন্য জুলাই ২৪ আন্দোলন হয়েছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যদি এধরনের বৈষম্য আবারো চালু হয় তাহলে ছাত্র-ছাত্রীদের আন্দোলন এর সার্থকতা কোথায়। তাই এবিষয়টি সরকারকে বিবেচনা করার জন্য কিন্ডার গার্টেন এর পক্ষ থেকে তিনি অনুরোধ জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *