রাজধানীসহ ৩ জেলার দুদকের  ৩টি  এনফোর্সমেন্ট অভিযান  অভিযান পরিচালনা 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

#  সমবায় অধিদপ্তরের বিরুদ্ধে  ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’ বাস্তবায়নে নানাবিধ অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ  #  টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে  প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগ # শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বাস্থ্যসেবা প্রদানে নানাবিধ হয়রানি অনিয়মের অভিযোগ #


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  :  সমবায় অধিদপ্তরের বিরুদ্ধে  ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’ বাস্তবায়নে নানাবিধ অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট টিম সমবায় অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রকল্প পরিচালকের বক্তব্য গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন

টিম জানতে পারে, দেশের ৭টি বিভাগের ৯টি জেলার ১০টি উপজেলায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে ৫০০০ উপকারভোগীকে অন্তর্ভুক্ত করে প্রতিটি গ্রামে একটি করে মোট ১০টি সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং এলজিইডির তত্ত্বাবধানে ১০টি কমিউনিটি ভবন নির্মাণ কার্যক্রম চলছে, যার নির্মাণ খাতে ব্যয় হয়েছে ১৩৫৩.০২ লক্ষ টাকা।


বিজ্ঞাপন

টিম আরও তথ্য পায়, এ পর্যন্ত ২২৬৮ জন উপকারভোগীর মাঝে ১৫০০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং ৮টি উপজেলায় ১২টি প্রদর্শনী মৎস্য খামার স্থাপন ও ৫টি সেমিনার/কর্মশালার আয়োজন করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এক বছর বাড়ানো হয়েছে এবং আরও এক বছরের সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে প্রকল্পে অনিয়মের ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলী বিস্তারিতভাবে যাচাইপূর্বক টিম কর্তৃক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে  প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগ :  টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে  প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে অপর একটি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা কালে টিম সরেজমিনে যুব উন্নয়ন অধিদপ্তর -এর আওতাধীন ই-লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী, কোর্স ইন্সট্রাক্টর, কোর্স কো-অর্ডিনেটরের সাথে কথা বলে।

উপস্থিত কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর ও ইন্সট্রাক্টরগণ মৌখিকভাবে জানান যে, যাবতীয় খরচের বিল ভাউচার প্রধান কার্যালয়ে প্রেরণ করা হলে তা অনুমোদনপূর্বক প্রতি চার/পাঁচ দিন পর পর খরচের টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে ই-লার্নিং এন্ড আর্নিং, টাঙ্গাইল প্রকল্পের কো-অর্ডিনেটর এর নিকট পাঠানো হয়।

প্রাথমিক যাচাইয়ে অনলাইন ক্লাসের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে টিম। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বাস্থ্যসেবা প্রদানে নানাবিধ হয়রানি অনিয়মের অভিযোগ : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বাস্থ্যসেবা প্রদানে নানাবিধ হয়রানি অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ, রোগীদের ওয়ার্ড পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে দেখা যায়, রোগীদের ৬৫ টাকা দরের পাইজাম চালের ভাত দেয়ার কথা থাকলেও নিম্নমানের মোটা চালের ভাত দেয়া হয়।

সেবাগ্রহিতাগণ যথাযথ চিকিৎসাসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পেছনে উক্ত স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অনুপস্থিতি প্রধান কারণ মর্মে অভিযান পরিচালনা কালে টিমের কাছে  প্রতীয়মান হয়।

অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *