নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে কথিত সাংবাদিক সরকার জামাল। গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোঃ শাকিল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সরকার জামাল ৪০নং আসামি করা হলেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামীলীগের দোসর বাংলাদেশ জানতা লীগ এর মহাসচিব সরকার জামাল।

এই জামাল একাধিকবার বিশাল বিশাল মাদকের চালান সহ গ্রেফতার হয়েছেন মাদক”র চোরা চালান সহজ ভাবে করতে সাংবাদিকতাকে বেচে নিয়েছেন।

এই সরকার জামাল প্রতি মাসেই কয়েকবার চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় যান শুধু মাত্র মাদক চালান ঢাকাতে আনার জন্য।

গত বছরে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন সরকার জামালকে বিশাল মাদক”র চোরা চালান সহ গ্রেফতার করান সেই ক্ষোভ মিঠাতে গাজীপুরে ঐ সাংবাদিক সাঈদুর রহমান রিমন”কে শ্বাসরোধ করে হত্যা করে স্টোক করে মারা গেছেন বলে চালিয়ে দিয়েছেন এই সরকার জামালের নেতৃত্বে তুহিন ভূইয়া ও শাহ শাহাবুদ্দিন নামের তিন জনের সিন্ডিকেট মিলে।

অনুসন্ধানে জানা যায় যে সরকার জামাল এর বিরুদ্ধে শুধু মাদক মামলাই নয় নারী কেলেঙ্কারি মামলাও রয়েছে নারী ও মাদক দিয়ে অনেককেই ফাঁসানোর অভিযোগ রয়েছে এই জামালের বিরুদ্ধে।
সরকার জামাল গ্রেফতার না হওয়ার মূল কারণ জানান নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাবাড়ী থানায় এক বড় বাবু জানান যে সরকার জামালের বিরুদ্ধে মামলা হওয়ার পরেই থানায় বিভিন্ন তকদির আসছে।
যদিও এই সরকার জামালের বিরুদ্ধে আওয়ামিলীগ করার সরাসরি প্রমাণ রয়েছে এছাড়াও মাদক সহ আটক হওয়ারও অভিযোগ রয়েছে পুলিশের পিসিপিআর এতে প্রতারণা সহ আরও অনেক মামলা রয়েছে কিন্তু এই জামাল কি ভাবে সাংবাদিক হয় এটা আমার বোধগম্য নই! ভাবা যায় তাহলে কি সরকার জামালের ক্ষমতার কাছে বাংলাদেশে আইন ও প্রশাসনও অসহায়!