সিরাজগঞ্জে দুদকের ১৮১ তম গণশুনানি অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) : সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পাবনা আয়োজিত  গতকাল রবিবার ২৪ আগস্ট,  জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি হয়। আজকের গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তৃতায় কমিশনার বলেন, সমাজে অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হোন। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূল করা কঠিন। তবে সেবা গ্রহিতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা কমিয়ে আনা সম্ভব।

সরকারি, স্বায়ত্তশাসিতসহ সকল দপ্তরের কর্মচারিগণ আপনার নিজের এবং দেশের কল্যাণে সেবাদানে আরো যত্নশীল হোন। তিনি বলেন, দুদক সরকারি দপ্তরগুলোতে সেবার মান বাড়ানোর সাথে সাথে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণশুনানির আয়োজন করে। সমাজে দুর্নীতি বিরোধী একটি সংস্কৃতি গড়তে মাঠ পর্যায়ে সরকারি দপ্তরের কর্মচারীদের মূল ভুমিকা রাখতে হবে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না, আজকের গণশুনানিও তার একটি বড় প্রমাণ।


বিজ্ঞাপন

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক বক্তৃতা করেন।


বিজ্ঞাপন

গণশুনানিতে ৩৬ টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে গৃহিত ১৪০ অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত হওয়ায় ১০৫ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩২টি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান, ২৬টি অভিযোগের বিষয়ে বিভাগীয়ভাবে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয়া হয়। ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। আদালতে মামলা থাকায় ৩ অভিযোগের সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *