গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ বৃহস্পতিবার  ২৮ আগস্ট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুর পাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


বিজ্ঞাপন

ডিআইটি পুকুর পাড় রক্ষা কমিটির অভিযোগের প্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর নির্দেশ মোতাবেক রাজউক এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিক্সার গ্যারেজ সহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাসমূহে অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


বিজ্ঞাপন

রাজউক এর ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম।


বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার জনাব এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

এসময় দীর্ঘদিন ধরে দখলকৃত এসকল স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ডিআইটি পুকুর পাড় এলাকাবাসীগণ রাজউক ও রাজউক চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *