আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা ২৫ বছরের উপর ধরে অন্যের জমিতে ঘোড়া দিয়ে মই দেওয়ার কাজ করে মো: মঙ্গল মিয়া নামে এক কৃষক জীবিকা অর্জন করছেন। কৃষক মঙ্গল মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের তুলাবাড়ি গ্রামের আবুল মিয়ার ছেলে। ইতিমধ্যে তিনি এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন

ধাতুর পহেলা এলাকায় ফসলের মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। ধান আবাদে ঘোড়া দিয়ে মো: মঙ্গল মিয়া নামে এক কৃষক মই দেওয়ার কাজ করছেন।
এদিকে উপজেলায় সর্বত্র চলতি মৌসুমের আমন ধান আবাদ শুরু হয়েছে। আমন ধান আবাদ নিয়ে চলছে উৎসবের আমেজ। স্থানীয় কৃষকরা জমিতে হাল চাষ,সেচপানি,মই দিয়ে জমি প্রস্তুুত করে চারা রোপন করছেন। বেশীভাগ কৃষকই জমিতে মই দেওয়ার কাজ করতে তাকে খোঁজছেন।

সরেজমিনে পৌর এলাকায় তারাগন, দেবগ্রাম, নারায়নপুর, উপজেলার হীরাপুর, বাউতলা, উমেদপুর, ধাতুরপহেলাসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় স্থানীয় কৃষকরা আমন ধান আবাদে জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপনের কাজে তারা ব্যস্ত সময় পার করছেন।

কৃষক মো: মঙ্গল মিয়া বলেন এ উপজেলার সর্বত্র আমন ধান আবাদ শুরু হওয়ায় জমিতে মই দেওয়ার চাপ বেড়েছে । যে সব জমিতে এখনও মই দেওয়া হয়নি অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন।
তিনি আরও বলেন জমিতে মই দেওয়ার কাজ করতে ১ জোড়া ঘোড়া কেনা হয়েছে। গত ১৫ দিন ধরে এ কাজ করছি। আমার সাথে এ কাজে একজন শ্রমিক সহযোগিতা করছে। প্রতি এক বিঘা জমিতে মই দিতে ২৫০-৩০০ টাকা মজুরি নেওয়া হয়। আশা করছি এ মৌসুমে মই দেওয়ার কাজ করে ৯০ হাজার টাকার উপর উপার্যন হবে। এরমধ্যে শ্রমিক, ঘোড়ার খাবারসহ অন্যান্য খরচ বাদে ৬০ হাজার টাকার উপর আয় হবে বলে আশা করছি।
ধাতুর পহেলা গ্রামের কৃষক শাহআলম বলেন, এ মৌসুমে ৪ বিঘা জমিতে আমন ধান আবাদ করতে ইতিমধ্যে পাওয়ার ট্রিলার দিয়ে জমি প্রস্তুত করেছি। কিন্তু জমিতে মই দেওয়ার কাজ শেষ না হওয়ায় চারা লাগানো হয়নি।
দু’একদিনের মধ্যে মই দেওয়ার কাজ শেষ হলে দ্রুত চারা রোপন করা হবে। গত বছর প্রতি বিঘা ২৫০শ টাকায় মই দিয়েছি এবছর ৩শ টাকা নিচ্ছে।
কৃষক মো. সানু মিয়া বলেন,গত মৌসুমে বোরো ধানের ফলন ও দর ভালো পেয়েছি। এমৌসুমে আমন ধান আবাদ করতে জমি প্রস্তুত প্রায় শেষ পর্যায়।
শুধু মই দেওয়ার কাজ বাকী আছে। গত কয়েক বছর ধরে ঘোড়া দিয়ে মই কাজ করছি । এবার ও ঘোড়া দিয়ে মই কাজ করা হবে। মই কাজ শেষ হলেই দ্রুত চারা লাগানো হবে। তিনি আরও বলেন সরকারি সহায়তা হিসাবে ধান বীজ সার পেয়েছি।