ভান্ডারিয়ায় পরাগ সংস্থার বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) :  গতকাল সোমবার ২২ সেপ্টেম্বর,  ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন পরাগ সংস্থার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুল হক বকাউল, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ আবদুল ওয়াহাব হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; মোঃ মইনুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা; মোঃ রেজাউল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা; এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ আজমল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ভান্ডারিয়া। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরাগ সংস্থার সভাপতি সৈয়দা সাহানা ফরিদ।


বিজ্ঞাপন

প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, “পরাগ একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, শিশু, নারী ও অবহেলিত মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছি।”


বিজ্ঞাপন

সংস্থার বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান, পরিবেশ সংরক্ষণ, কৃষির প্রসার, সেলাই শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, এমব্রয়ডারি, হস্তশিল্প, মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালনসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে সংগঠনটি।

এছাড়াও, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি বৈষম্য নিরসনে আলোচনা সভা, প্রতিবন্ধী মানুষের কল্যাণে উদ্যোগ, রক্তদান কর্মসূচি এবং আত্মমানবতার সেবায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পরাগ সংস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *