নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক পিএলসি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও এর আউটরিচ প্রোগ্রাম বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’–এর অংশ—যা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামিক উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ তিনি বলেন, টেকসই উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং আউটরিচ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম শিক্ষার্থীদের জন্য আর্থিক জ্ঞান ও নেতৃত্বগুণ অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এইচআর) জিয়াউর রহমান তাঁর মূল বক্তব্যে তরুণদের ক্যারিয়ার গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং তরুণদের সম্পৃক্ত করতে ব্যাংকের নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন ব্যাংকের যুবউন্নয়ন কেন্দ্রিক কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান তাঁর বক্তব্যে প্রাইম ব্যাংকের তিন দশকের অগ্রগতির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে আর্থিক সাক্ষরতার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার যৌথ সহযোগিতার বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয় প্রাইম ব্যাংক ও শেকৃবি উভয়ই শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগ, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

প্রাইমএকাডেমিয়া–এর অংশ হিসেবে প্রাইম ব্যাংক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, বেতন -ভাতা ব্যবস্থাপনা, স্কুল ব্যাংকিং ও শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্ট সুবিধা—যা একটি একক প্ল্যাটফর্মের অধীনে একীভূত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাইম ব্যাংকের কর্মকর্তারা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই প্রাণবন্ত আয়োজন তরুণদের অনুপ্রাণিত করে ভবিষ্যৎকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় অগ্রগতির সঙ্গে সংযুক্ত করার জন্য।