নিজস্ব প্রতিবেদক : ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি সম্প্রতি রবি’র এলিট গ্রাহক ও কর্মীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই কার্ডটি ব্যবহারকারীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেনকে আরও সমৃদ্ধ করবে এবং দৈনন্দিন জীবনে অতিরিক্ত সুবিধা প্রদান করবে।

ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার, মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর, মানিক লাল দাস।
কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্রেডিট কার্ডে প্রথম তিন বছরের জন্য বার্ষিক ফি মওকুফ করা হবে। থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা।

এই কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু প্রিমিয়াম ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জকি-এর মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১,৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ।

এছাড়াও এই ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন একটির দামে সর্বোচ্চ তিনটি ফ্রি বুফে অফারসহ এক্সক্লুসিভ হোটেল সুবিধা। ঢাকা ব্যাংকের কুইন্টুপল ক্রেডিট শিল্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং দেশব্যাপী ১০ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানে লাইফস্টাইল পণ্যে বিশেষ ছাড়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন, এইচ. এম. মোস্তাফিজুর রহমান, রবি আজিয়াটার অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ) মো. সানজিদ হোসেন, জেনারেল ম্যানেজার (লয়্যালটি ও পার্টনারশিপ) এ. এস. এম. ফয়সাল এবং জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল পার্টনারশিপ) তানভীর আলম চৌধুরী প্রমুখ।
রবি সম্পর্কে : রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।