গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন  :  প্রশাসনের নির্দেশ অমান্য

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর ও নিজামকান্দি গ্রামে প্রকাশ্যে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম বন্ধে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে প্রভাবশালী মহল অবাধে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন

সরাসরি সরে জমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সিরাজুল ও শহিদুল নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এ অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “কোন অদৃশ্য শক্তির প্রভাবে  তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কথাও তারা তোয়াক্কা করে না।”

এ বিষয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া ভূমি অফিসের সহকারী কর্মকর্তা চিরঞ্জিত বিশ্বাস জানান, “কয়েকদিন আগে আমরা বালু উত্তোলনের পাইপ ভেঙে দিয়েছিলাম। এখন আবার শুরু করেছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”


বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছে। ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। দ্রুত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *