নিজস্ব প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্ট ২০২৪-এর পরে প্রায় ১৪ মাসেও পুলিশ-সাংবাদিকও নিরপদ নয়; সাধারণ মানুষ সহায়-সম্বল-সম্ভ্রম এমনকি যখন তখন জীবনও হারাচ্ছে। অথচ ড. ইউনূস সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।

৪ অক্টোবর দিনব্যাপী বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরিশাল অঞ্চলের নির্বাচিত নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হলেও কোনো আশানুরূপ রেজাল্ট যেমন দিতে পারেননি অর্থ উপদেষ্টা, বিডার দায়িত্বপ্রাপ্ত কর্তা আশিক চৌধুরী, তেমনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী।
এই সব ব্যক্তি শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে আমজনতার সাথে দিনের পর দিন নির্মম ঠাট্টা-মশকরা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে জনগণের কথা না ভেবে একের পর এক বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা। যা শুধু দেশের মানুষের ইচ্ছের বিরুদ্ধেই যাচ্ছে না; স্বাধীনতা-স্বাধীকারের বিরুদ্ধেও যাচ্ছে।

তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। এসময় তিনি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক হায়াত উদ্দীন-এর ঘাতকদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানান।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, আফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ। বক্তারা এসময় আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র, চিকিৎসাসেবা উন্নত না করে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় স্বাস্থ্য, দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় খাদ্য ও বেকারত্ব বৃদ্ধি হওয়ার প্রতিবাদে যুব ও ক্রীড়া উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।