পাঁচবিবিতে শিক্ষক ঐক্যজোটের প্রস্তুুতি সভা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) : বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ ও জাতীয় শিক্ষক দিবস সফল করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রস্তুতি সভা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্প্রতিবার বিকালে জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।

সভায় বক্তব্য রাখেন উচাই বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী মন্ডল, সড়াইল কলেজের অধ্যক্ষ রুবায়েত হুদা চৌধুরী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও বক্তব্য রাখেন,  সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, মঠপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মালিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসি, উচনা মাদ্রার সুপার আব্দুল মালেক সহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ।


বিজ্ঞাপন

আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস এবং ০৭ অক্টোবর ঢাকায় শিক্ষকদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রস্তুতি সভায় অনুরোধ জানান সভাপতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *