র‌্যাবের নিশ্বাস জলদস্যুদের ঘাড়ের ওপর: র‌্যাব ডিজি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার প্রায় এক বছর পর আবারও নতুন এক বাহিনী মাথাচাড়া দিয়ে উঠেছে। র‌্যাব বলছে, বুলবুল নামে এই জলদস্যু বাহিনী সম্পর্কে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম। পরবর্তীতে তাদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালায় র‌্যাব।
তিন দিনব্যাপী এই অভিযানে, ৫ জলদস্যু আটক ও তিনজন বন্দুকযুদ্ধে নিহত হয়।
এ বিষয়ে খুলনা র‌্যাব ৬ কার্যালয়ে বাহিনীটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন। জলদস্যুর আর কোনো বাহিনীকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। আমরা একবিন্দু ছাড় দেব না তাদের। রাবের নিশ্বাস-প্রশ্বাস জলদস্যুদের ঘাড়ের ওপর পড়ছে। তাই নব্য জেগে ওঠা এই জলদস্যু বাহিনীরা ছাড় পায়নি।
র‌্যাবের এই মহাপরিচালক বলেন, সুন্দরবনে জলদস্যু বাহিনী গঠন করার সুযোগ আর নেই। যখন হয় তখনই ঝাঁপিয়ে পড়বে র‌্যাব। এমন আক্রমণ হবে যেন কোন বাহিনী সংঘটিত করার সাহস না পায়।
তিনি বলেন, ‘সুন্দরবন’ আমাদের গর্ব, আমাদের জীবিকা, আমাদের ঐতিহ্য। এটি শুধু আমাদের নয়, সমগ্র পৃথিবীর ঐতিহ্য।


বিজ্ঞাপন