বনানীতে সড়ক দুর্ঘটনায় স্টোর কিপার নিহত

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় আবুল হোসেন ওরফে দুলাল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বনানীতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে স্টোর কিপার পদে চাকরি করতেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বনানী সেতু ভবনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল হোসেন ওরফে দুলাল বনানী সেতু ভবনের সামনের সড়ক দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুত গতিতে একটি গাড়ি এসে সজোরে আবুল হোসেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা বেগতিক দেখে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেনের ভাতিজা রাকিব হোসেন জানান, তার চাচা বনানী সেতু ভবনের ১০ম তলায় একটি কনস্ট্রাকশন কোম্পানীর স্টোরকিপারের দায়িত্বে ছিলেন। আবুল হোসেন দুলালের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরে। দুই সন্তানের জনক ছিলেন তিনি। রাজধানীর উত্তরায় বসবাস করতেন।


বিজ্ঞাপন