সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে জেলের মৃত্যু!

সারাদেশ

নইন আবু নাঈম : সুন্দরবনের অভ্যন্তরে খালে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আবু হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত রাত ৩টার দিকে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আড়াইবেকি এলাকায়। নিহত জেলে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের হরমুজ আলী হাওলাদারের ছেলে।


বিজ্ঞাপন

সঙ্গীয় জেলে নাছির হাওলাদার জানান, শরণখোলা স্টেশন থেকে বৈধ অনুমতি নিয়ে তিন জেলে বনের অভ্যন্তরে আড়াইবেকি খালে মাছ ধরতে যান। রাত ৩টার দিকে খালে পাতানো জাল তোলার সময় ওই জালে জড়িয়ে থাকা বিষধর সাপ আবুর ডান হাতে কামড় দেয়। মুমুর্ষ অবস্থায় গহীন সুন্দরবন থেকে তাকে উদ্ধার করে ঘটনার ১২ ঘণ্টা পর সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বন বিভাগ থেকে বৈধ অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করা কোন বনজীবি বিষধর সাপ কিংবা হিংস্র প্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে সরকারিভাবে আর্থিক সহায়তার বিধান অনুযায়ী সহায়তা করা হবে।