সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বাজার মনিটরিং

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ এর পাগলা ও আশপাশ এলাকায় মনিটরিং করা হয়। ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৪টি প্রতিষ্ঠানকে ১৩৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় দোকানী‌দের দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন,পেয়াজসহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই-বাছাই, কারসা‌জি ক‌রে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ, শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের একটি টিম। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।


বিজ্ঞাপন