বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিনিধি : হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ হতে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার। ইয়াবার চালানটির গন্তব্য ছিল সৌদি আরবের রিয়াদে।
পোশাক রপ্তানির আড়ালে একটি চক্র ইয়াবার চালানটি সৌদি আরবে পাচারের অপচেষ্টা চালায়। বিশেষ কায়দায় তৈরি পোশাকের ভিতরে লুকায়িত অবস্থায় বিমানবন্দরের স্ক্যানিং মেশিনের মাধ্যমে চালানটির ধরা পরে।
পরবর্তীতে সিভিল এভিয়েশন , কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ তল্লাশির পর ইয়াবার সম্পূর্ণ চালানটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী রাসায়নিক পরীক্ষক স্পট টেস্টিং এর মাধ্যমে এমফিটামিন যুক্ত ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মূল হোতাদের গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।


বিজ্ঞাপন