নিজস্ব প্রতিনিধি : রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ সিলেট মহানগরীর বন্দরবাজার এবং কালিঘাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং দৃশ্যমানস্থানে মূল্য তালিকা লটকিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করাএবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এর জন্য মোট ৫ টি প্রতিষ্ঠান কে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে জরিমানা অারোপ ও আদায় করা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পন্য ক্রয় ও বিক্রয় করার জন্য বল হয়। অভিযানে সহায়তা করেন এপিবিএন এর একটি টিম ।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।