নারায়নগঞ্জে বিএসটিআই’র অভিযান

ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে মঙ্গলবার ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে সেফটি এডিবল অয়েল লিমিটেড , মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ কে বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহন না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যেবহার করে ফর্টিফাইড সয়াবিন তেল, ফর্টিফাইড পাম অলিন ও সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করায় ২,০০,০০০/-টাকা জরিমানাসহ কারখানা সীলগালাসহ জুস ও হজমি পণ্য জব্দ করা হয় এবং প্রধান কনজুমার প্রোডাক্ট, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ কে বিভিন্ন ব্রান্ডের মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়।


বিজ্ঞাপন