হাজার কোটি টাকা আত্মসাতের পর পলাতক পিকে হালদার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : কোভিড পরিস্থিতি ও আদালতের আদেশ না পাওয়ার কারণ দেখিয়ে দেশে আসছেন না হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পলাতক পিকে হালদার।
ইমেইলে বিষয়টি জানতে পারেন এটর্নি জেনারেল ও দুদক। এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী দেশে এলেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পিকে হালদারের বক্তব্য আদালত অবমাননাকর এবং তাকে যাতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয় সেজন্য বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তিনি আবেদন জানাবেন। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এর সুবিধাভোগী পি কে হালদার অর্থ আত্মসাত করে বিদেশে যাওয়ার পর ২৫শে অক্টোবর দুবাই থেকে দেশে আসার কথা ছিলো। আত্মসাতের অর্থ উদ্ধারে সহযোগিতা করতে নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে আবেদন করলে গত সপ্তাহে দেশে ফেরার পর পিকে হালদারকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।


বিজ্ঞাপন