নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ঢাকা মহানগরীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স এর সম্মুখে অবস্হিত “রুপচাঁদা রেস্টুরেন্ট”এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্রিজে এবং রান্নাঘরে খাবার সংরক্ষণে চরম অব্যবস্হাপনা পরিলক্ষিত হয়। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩,০০,০০০ ( তিন লক্ষ) টাকা জরিমানা ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নাঘর এর পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় রাখা ও করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন