নিজস্ব প্রতিবেদক : কোভিড প্রতিরোধে কার্যকর দেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত ওষুধ ‘ন্যাসভ্যাক’। পৃথিবীর একাধিক দেশে কোভিড-১৯ রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করে এর প্রমাণ মিলেছে। এটি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ‘ন্যাসভ্যাক’ মানুষের ইমিউনিটির ওপর কাজ করে কোভিড প্রতিরোধ এবং নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরইমধ্যে ন্যাসভ্যাক রেসিপি কিছুটা পরিবর্তন করে কোভিড চিকিৎসার জন্য একটি আন্তর্জাতিক পেটেন্ট আবেদন জমা দেয়া হয়েছে। ওষুধটি উদ্ভাবন করেন বাংলাদেশি দুই চিকিৎসাবিজ্ঞানী ড. শেখ মো. ফজলে আকবর এবং অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এই কার্যক্রমে যুক্ত রয়েছেন কিউবান, জাপানি ও জার্মানের সহ-গবেষকরা।