নিজস্ব প্রতিনিধি : নড়াইল লোহাগড়া থানার মামলা নং-১৬, তাং- ২০/১০/২০ ইং, ধারা- ৪০৬/৪২০/৪৬৮/৪৭১ পেনাল কোড এর গ্রেফতারকৃত এজাহারনামীয় ১ নং আসামী খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী(৫০), পিং- মৃত খন্দকার আব্দুল জব্বার ও এজাহারনামীয় ৩ নং আসামী মরিয়ম বেগম(৬৮), স্বামী-মৃত খন্দকার আব্দুল জব্বার উভয় সাং- রুপশা, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ীদ্বয়কে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, প্রত্যুষ কুমার মজুমদার, সিআইডি নড়াইল জেলার নেতৃত্বে সিআইডির একটি বিশেষ টিম গত ১০/১১/২০ তারিখ দিবাগত রাতে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং-১১/১১/২০ তারিখ ভোর ০৫:০৫ ঘটিকায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ১ নং আসামী একজন প্রতারক। সে ডিজিএফআই এর কর্মকর্তার ভুয়া পরিচয় পত্র তৈরি করে জনসাধারনের মনে বিশ্বাস স্থাপন করে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগ পত্র তৈরি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের সময় তার নিকট অবৈধ ওয়াকিটকি সেনাবাহিনীর পোষাকের কাপড়ের তৈরী ব্যাগ, ০৫ টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিম পাওয়া যায়। মামলাটি তদন্ত অব্যাহত আছে।