গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার ভোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফয়ার স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন তারা।
তিনি আরও জানান, আগুনে গুদাম এবং গুদামে থাকা তুলা তৈরির মেশিন, ঝুট ও তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান ও কারণ তদন্ত ছাড়া তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।