সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির প্রতিশ্রুতি

বানিজ্য স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ কাঙ্খিত আর প্রতীক্ষার অবসান এর পর বিসিডিএস বৃহত্তর মিরপুরের ৯ থানার সমন্বয় কমিটির উদ্যোগে, পয়লা ডিসেম্বর থেকে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় করার প্রতিশ্রুতিতে অঙ্গীকারে আবদ্ধ হতে যাচ্ছে সকল কেমিস্ট ভাইয়েরা, এই অঙ্গীকারে থাকছে নকল ও ভেজাল ওষুধ পরিহার করা, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করা, ওষুধ ব্যবসা কে একটি গুণগত এবং নীতিমালার মধ্যে নিয়ে আসা, ছবিতে প্রচারণায় ব্যস্ত আছেন কেমিস্টদের কল্যাণে ব্যস্ততম একজন ব্যক্তিত্ব বিসিডিএস কাফরুল থানার সংগ্রামী সভাপতি এ কে এম গোলাম কিবরিয়া স্বপন ভাই এবং সহ-সভাপতি বিসিডিএস কাফরুল থানার মোঃ ফিরোজ আহমেদ ভাই। অভিনন্দন কাফরুল থানার সকল কেমিস্ট ভাই দের পক্ষ থেকে, অভিনন্দন কাফরুল থানা কমিটির সকল নেতৃবৃন্দকে আপনাদের পরিশ্রম সফলতা এবং সার্থকতায় রূপান্তরিত হবে সেটাই বৃহত্তর মিরপুর সকল কেমিস্ট ভাইয়েরা একান্ত কামনা করে।


বিজ্ঞাপন