ডিবি’র অভিযানে ২ জুয়ারী আটক

অপরাধ রাজধানী

 

নিজস্ব প্রতিনিধি : মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে জুয়াখেলার সামগ্রীসহ ০২ (দুই) জন জুয়াড়ী আটক। ০৫/১২/২০২০খ্রিঃ অনুমান ১৭.২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আকবর হোসেন সঙ্গীয় এএসআই(নিঃ)/১৩৬ দুলাল মিয়া, এএসআই(নিঃ)/৬৯৬ ভূলন চন্দ্র দেব, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/১৬৬৬ রনি তালুকদার, কনস্টেবল/১১২৭ আব্দুল আহাদ, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন, বাদামবাগীচা ০৩ নং গলির শেষ প্রান্তে ডান দিকের গলির মধ্যবর্তী, পাহাড়িকা বাসা নং- ০৭ এর পিছনে খোলা মাঠের পশ্চিম দক্ষিণ কোনে অভিযান পরিচালনা করে তীর শিলং নামীয় জুয়া খেলার নগদ ২১৩৫/- টাকা সহ ০২ (দুই) জন জুয়াড়ীকে আটক করেন। তখন আরো ৫/৭ জন জুয়াড়ী দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে আটক জুয়াড়ীদের নাম ১। দেলোয়ার হোসেন (৩০), পিতা- বাতির আলী, মাতা- আম্বিয়া বেগম, সাং- কসরপুর, ওয়াড নং-০৭, ডাকঘর- টুকের বাজার, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ২। রাসেল মিয়া (২৬), পিতা- রফিক মিয়া, সাং- বৌ-বাজার, ওসমানী মাদ্রসার পিছনে (লাকড়ি শাহজাহানের বাড়ী), থানা- সদর, জেলা- চাঁদপুর, বর্তমানে- বাসা নং-৩৫/৩ বাদাম বাগীচা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট মর্মে জানা যায়। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে জুয়া খেলার নগদ- ২১৩৫/- (দুই হাজার একশত পয়ত্রিশ) টাকা ও তীর শিলং জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন পেয়ে জব্দ করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নম্বর ১৪ তাং ০৫/১২/২০২০ খ্রিস্টাব্দ, ধারা ১৮৬৭ সনের ৩/৪ রুজু করা হয়।


বিজ্ঞাপন