নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম এর নেতৃত্বে ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্হিত “প্রিন্স রেস্তোরাঁ” তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা পরিলক্ষিত হয় এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্হ্য সনদ, ক্রয় বিক্রয় চালান বা রশিদ, পেস্ট কন্ট্রোল প্রমাণকসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় প্রিন্স রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিনুল এহসান এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ৭-১২-২০২০ তারিখে মোহাম্মদপুর থানাধীণ রওজা পিওর ফূডস লিমিটেড, প্লট-১, মেইন রোড, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে ঘি, সরিষার তেল, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়া গুড়া, জিরার গুড়া (ব্রান্ড: রওজা) পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করায় বিজ্ঞ আদালত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে রিং রোড, মোহাম্মদপুরে আর্টস প্রতিষ্ঠানটিকে কাপড়ের রং এর স্থায়িত্বের বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদান করে। উক্ত আদালতে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল)।